ফয়জুল কালাম

ক্রয়-বিক্রয়ে শপথ করা -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং:৩৯৮১
২১. বেচাকেনায় কসম খাওয়ার প্রতি নিষেধাজ্ঞা
৩৯৮১। আবু বকর ইবনে আবু শাইবা, আবু কুরায়ব ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু কাতাদা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন যে, তোমরা ব্যবসায়ের মধ্যে অধিক কসম খাওয়া থেকে বিরত থাক। কেননা, তা পণ্য বিক্রয়ে সহায়তা করে কিন্তু (বরকত) মিটিয়ে দেয়।
باب النَّهْىِ عَنِ الْحَلِفِ، فِي الْبَيْعِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي شَيْبَةَ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২৭৯৫
২. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৫। হযরত আবু যর (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: তিন প্রকার মানুষ আছে, যাহাদের সঙ্গে আল্লাহ্ তা'আলা কিয়ামত দিবসে কোন কথা বলিবেন না, তাহাদের প্রতি রহমতের (করুণার) দৃষ্টিপাত করিবেন না এবং তাহাদেরকে (গোনাহ্ মাফ করিয়া) পাক-সাফ করিবেন না। আর তাহাদের জন্য ভীষণ কষ্টদায়ক আযাব নির্ধারিত রহিয়াছে। আবু যর (রাঃ) এই কথা শুনার সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, তাহাদের জন্য তো অধঃপতন ও ধ্বংস—ইয়া রাসূলাল্লাহ্ । তাহারা কাহারা ? রাসুলুল্লাহ্ (ছাঃ) বলিলেন, (১) যে ব্যক্তি পরিধেয় বস্ত্র পায়ের গিঁঠের নীচে পৌঁছায়, (২) যে ব্যক্তি উপকারের খোঁটা দেয়, (৩) আর যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা নিজের মাল চালু করার চেষ্টা করে। —মুসলিম
وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» . قَالَ أَبُو ذَرٍّ: خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الْمُسْبِلُ وَالْمَنَّانٌ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحلف الْكَاذِب» . رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা

সহীহ বুখারী

হাদীস নং:১৯৫৭
আন্তর্জাতিক নং: ২০৮৭
১৩০২. (আল্লাহ্ তাআলার বাণী) : আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। মহান আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। (২: ২৭৬)
১৯৫৭. ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মিথ্যা কসম পণ্য চালু করে দেয় বটে, কিন্তু বরকত নিশ্চিহ্ন করে দেয়।
بَابُ: {يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لاَ يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ}
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ابْنُ الْمُسَيَّبِ إِنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ ".
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান