ফয়জুল কালাম

রাতে কুকুরের ঘেউ ঘেউ শুনলে করণীয় -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৪৩০২
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪৩০২। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলেনঃ যখন তোমরা রাত্রে কুকুরের চীৎকার এবং গাধার ডাক শুনিতে পাইবে, তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান হইতে পানাহ চাহিবে। কেননা, উহারা এমন এমন কিছু দেখিতে পায়, যাহা তোমরা দেখিতে পাও না। আর রাত্রে যখন মানুষের চলাচল বন্ধ হইয়া যায় (অর্থাৎ, নিশিথ রাত্রে) তখন তোমরাও বাহিরে যাওয়া কমাইয়া ফেল। কেননা, মহাপরাক্রমশালী আল্লাহ্ তা'আলা তাঁহার সৃষ্ট কিছু জীবকে রাত্রিকালে ছড়াইয়া দেন এবং তোমরা ঘরের দরজা বন্ধ রাখ, আর আল্লাহর নাম স্মরণ কর। কারণ, শয়তান এমন দ্বার খুলিতে পারে না, যাহা আল্লাহ্র নাম লইয়া বন্ধ করা হয়। আর তোমরা ঘটি, মটকা (খাদ্য-পাত্রসমূহ) ঢাকিয়া রাখ, শূন্য পাত্র উপুড় করিয়া রাখ এবং মশকের মুখ বাঁধিয়া রাখ। —শরহে সুন্নাহ্
الْفَصْل الثَّانِي
عَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ وَنَهِيقَ الْحَمِيرِ مِنَ اللَّيْلِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ فَإِنَّهُنَّ يَرَيْنَ مَا لَا تَرَوْنَ. وَأَقِلُّوا الْخُرُوجَ إِذَا هَدَأَتِ الْأَرْجُلُ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبُثُّ مِنْ خَلْقِهِ فِي لَيْلَتِهِ مَا يَشَاءُ وَأَجِيفُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا إِذَا أُجِيفَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَغَطُّوا الْجِرَارَ وَأَكْفِئُوا الْآنِيَةَ وأوكوا الْقرب» . رَوَاهُ فِي شرح السّنة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা