ফয়জুল কালাম

কীভাবে অনুমতি নেবে -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ৫৮১৬
আন্তর্জাতিক নং: ৬২৫০
- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
৩৩০৭. যদি কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করেন যে, ইনি কে? আর তিনি বলেন, আমি।
৫৮১৬। আবুল ওয়ালীদ হিশাম ইবনে আব্দুল মালিক (রাহঃ) ......... জাবির (রাযিঃ) বলেন, আমার পিতার কিছু ঋণ ছিল। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি নবী (ﷺ) এর কাছে এলাম এবং দরজায় করাঘাত করলাম। তিনি জিজ্ঞাসা করলেনঃ কে? আমি বললামঃ আমি। তখন তিনি বললেনঃ আমি আমি? যেন তিনি তা অপছন্দ করলেন।
كتاب الاستئذان
باب إِذَا قَالَ مَنْ ذَا فَقَالَ أَنَا
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي فَدَقَقْتُ الْبَابَ فَقَالَ " مَنْ ذَا ". فَقُلْتُ أَنَا. فَقَالَ " أَنَا أَنَا ". كَأَنَّهُ كَرِهَهَا.

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৪৬৭৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি প্রথমে সালাম (দ্বারা অনুমতি গ্রহণ) না করে তোমরা তাহাকে প্রবেশের অনুমতি দিও না। —বায়হাকী শো আবুল ঈমানে
كتاب الآداب
وَعَنْ

جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَأْذَنُوا لِمَنْ لَمْ يَبْدَأْ بالسلامِ» رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৪৬৭৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৪। হযরত আ’তা ইবনে ইয়াসার (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিল, আমি কি আমার মায়ের কাছে যাইতে অনুমতি চাহিব ? তিনি বলিলেনঃ হ্যাঁ। সে বলিল, আমি তো তাঁহার সঙ্গে একই ঘরে বাস করি। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। সে বলিল, আমি যে তাঁহার খাদেম। এইবারও হুযূর (ﷺ) বলিলেনঃ অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। তুমি কি ইহা পছন্দ করিবে যে, তুমি তাহাকে উলঙ্গ দেখিতে পাও ? সে বলিল, না। তখন তিনি বলিলেনঃ কাজেই অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। —মালেক মুরসাল হিসাবে
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ عَطَاءٍ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ فَقَالَ: «نَعَمْ» فَقَالَ الرَّجُلُ: إِنِّي مَعَهَا فِي الْبَيْتِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا» فَقَالَ الرَّجُلُ: إِنِّي خَادِمُهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا أَتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً؟» قَالَ: لَا. قَالَ: «فَاسْتَأْذِنْ عَلَيْهَا» . رَوَاهُ مَالِكٌ مُرسلاً