ফয়জুল কালাম

তিন প্রকার লোক জান্নাতে যাবে না -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩৬৫৫
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৫। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ্ তা'আলা বেহেশত হারাম করিয়া দিয়াছেন। নিত্য মদ পানকারী (মদ্যপায়ী), পিতা-মাতার নাফরমান — অবাধ্য লোক এবং দাইউস, অর্থাৎ, যে লোক তাহার পরিবারের কুকর্মকে স্বীকৃতি দেয়। —আহমদ ও নাসায়ী
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمُ الْجَنَّةَ: مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩৬৫৬
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৬। হযরত আবু মুসা আশআরী (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করিবে না—নিত্য মদ্যপায়ী, আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী এবং জাদু টোনার প্রতি বিশ্বাস স্থাপনকারী। —আহমদ
وَعَنْ أَبِي مُوسَى

الْأَشْعَرِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثَةٌ لَا تَدْخُلُ الجنَّةَ: مُدْمنُ الخمرِ وقاطِعُ الرَّحِم ومصدق السحر رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩৬৫৭
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিত্য মদ্যপায়ী অবস্থায় যাহার মৃত্যু ঘটিবে, সে (কিয়ামত দিবসে) মূর্তিপূজকের ন্যায় আল্লাহ্ তা'আলার সম্মুখীন হইবে। — আমদ।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُدْمِنُ الْخَمْرِ إِنْ مَاتَ لقيَ اللَّهَ كعابِدِ وثن» . رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান