ফয়জুল কালাম

মহর বেশি ধার্য করা -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩২০৪
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৪। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, সাবধান! তোমরা নারীদের মহর বাড়াইও না। কেননা, উহা যদি দুনিয়াতে সম্মানের এবং আখেরাতে আল্লাহর নিকট তাকওয়ার বিষয় হইত, তবে তোমাদের অপেক্ষা সেই ব্যাপারে নবী করীম (ﷺ)-ই অধিক উপযোগী ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ) বার উকিয়ার বেশী দিয়া তাঁহার কোন বিবিকে বিবাহ করিয়াছেন অথবা তাঁহার কোন কন্যাকে বিবাহ দিয়াছেন বলিয়া আমার জানা নাই। —আহমদ, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী
الْفَصْل الثَّانِي
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَلَا لَا تُغَالُوا صَدُقَةَ النِّسَاءِ فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا وَتَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عَلِمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكَحَ شَيْئًا مِنْ نِسَائِهِ وَلَا أَنْكَحَ شَيْئًا مِنْ بَنَاتِهِ عَلَى أَكْثَرَ مِنَ اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩২০৩
৭. প্রথম অনুচ্ছেদ - মোহর
৩২০৩। হযরত আবু সালামা (রাঃ) বলেন, আমি বিবি আয়েশাকে জিজ্ঞাসা করিলাম, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মহর কত ছিল? তিনি বলিলেন, তাঁহার বিবিদের মহর সাড়ে বার উকিয়া ছিল। যাহার পরিমাণ হইল পাঁচশত দেরহাম। —মুসলিম
وَعَنْ أَبِي سَلَمَةَ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ: كَمْ كَانَ صَدَاقُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَت: كَانَ صداقه لأزواجه اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشٌّ قَالَتْ: أَتَدْرِي مَا النَّشٌّ؟ قُلْتُ: لَا قَالَتْ: نِصْفُ أُوقِيَّةٍ فَتِلْكَ خَمْسُمِائَةِ دِرْهَمٍ. رَوَاهُ مُسْلِمٌ. وَنَشٌّ بِالرَّفْعِ فِي شَرْحِ السّنة وَفِي جَمِيع الْأُصُول
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান