ফয়জুল কালাম

রান ও সতর -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩১১৩
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১১৩। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে বলিলেনঃ হে আলী! তোমার রাণ প্রকাশ করিও না এবং জীবিত ও মৃত কাহারও রাণের প্রতি নজরও করিও না। –আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «يَا عَلِيُّ لَا تُبْرِزْ فَخِذَكَ وَلَا تَنْظُرْ إِلَى فَخِذِ حَيٍّ وَلَا مَيِّتٍ» . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩১১৪
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১১৪। হযরত মুহাম্মাদ ইবনে জাহশ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) মা'মার ইবনে আব্দুল্লাহর নিকট দিয়া যাইতেছিলেন, তখন তাঁহার উভয় রাণ খোলা ছিল। তিনি বলিলেনঃ মা'মার! তোমার রাণ ঢাক। কেননা, রাণদ্বয় আবরণীয় অঙ্গ । —শরহে সুন্নাহ
وَعَنْ مُحَمَّدِ بْنِ جَحْشٍ قَالَ: مَرَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَعْمَرٍ وَفَخذه مَكْشُوفَتَانِ قَالَ: «يَا مَعْمَرُ غَطِّ فَخِذَيْكَ فَإِنَّ الفخذين عَورَة» . رَوَاهُ فِي شرح السّنة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান