ফয়জুল কালাম
ভিক্ষার নিন্দা -এর বিষয়সমূহ
৪ টি হাদীস
সহীহ মুসলিম
হাদীস নং: ২২৭০
আন্তর্জাতিক নং: ১০৪১
- যাকাতের অধ্যায়
২৮. সাওয়াল করা নিষিদ্ধ হওয়া
২২৭০। আবু কুরায়ব ও ওয়াসিল ইবনে আব্দুল আলা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি সম্পদ বাড়ানোর জন্য লোকের কাছে মাল ভিক্ষা করে, সে যেন আগুনের অঙ্গার ভিক্ষা করল। চাইলে সে তা কম করুক বা বেশী করুক।
كتاب الزكاة
باب النَّهْىِ عَنِ الْمَسْأَلَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَوَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ، الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ " .
সহীহ মুসলিম
হাদীস নং: ২২৬৯
আন্তর্জাতিক নং: ১০৪০ - ৩
- যাকাতের অধ্যায়
২৮. সাওয়াল করা নিষিদ্ধ হওয়া
২২৬৯। আবু তাহির (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি সর্বদা মানুষের নিকট ভিক্ষা করে, কিয়ামতের দিন সে এমতাবস্থায় উপস্থিত হবে যে, তার মুখমণ্ডলে গোশতের এক টুকরাও থাকবে না।
كتاب الزكاة
باب النَّهْىِ عَنِ الْمَسْأَلَةِ
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ، أَبِي جَعْفَرٍ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ وَلَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ " .
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৮৫৭
- যাকাতের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৫৭। হযরত সওবান (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ যে আমার নিকট অঙ্গীকার করিতে পারে যে, সে মানুষের নিকট কিছু চাহিবে না, আমি তাহার জন্য জান্নাতের অঙ্গীকার করিতে পারি। ইহা শুনিয়া সওবান বলিলেন, হুযুর, আমি এই অঙ্গীকার করিতে পারি। রাবী বলেন, অতঃপর হযরত সওবান কাহারও নিকট কিছু চাহেন নাই। —আবু দাউদ ও নাসায়ী
كتاب الزكاة
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَكْفُلُ لِي أَنْ لَا يَسْأَلَ النَّاسَ شَيْئًا فَأَتَكَفَّلَ لَهُ بِالْجَنَّةِ؟» فَقَالَ ثَوْبَانُ: أَنَا فَكَانَ لَا يَسْأَلُ أَحَدًا شَيْئا. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৮৫৮
- যাকাতের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৫৮। হযরত আবু যর গেফারী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে ডাকাইয়া এই অঙ্গীকার করাইলেনঃ তুমি মানুষের নিকট সওয়াল করিবে না। এমন কি তিনি ইহাও বলিলেন যে, তোমার চাবুক সম্পর্কেও নহে, যদি উহা পড়িয়া যায়, যাবৎ না তুমি নিজে (বাহন হইতে) অবতরণ করিয়া উহা উঠাইয়া লও! – আহমদ
كتاب الزكاة
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: دَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَشْتَرِطُ عَلَيَّ: «أَنْ لَا تَسْأَلَ النَّاسَ شَيْئًا» قُلْتُ: نَعَمْ. قَالَ: «وَلَا سَوْطَكَ إِنْ سَقَطَ مِنْكَ حَتَّى تنزل إِلَيْهِ فتأخذه» . رَوَاهُ أَحْمَدُ
তাহকীক: