ফয়জুল কালাম
লাইলাতুল কদর -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:২০৯৬
৮. তৃতীয় অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৯৬। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন শবে কদর আরম্ভ হয়, তখন হযরত জিবরাঈল (আঃ) ফিরিশতাদের দল সহ অবতীর্ণ হন এবং আল্লাহর এমন প্রত্যেক বন্দার জন্য দো'আ করিতে থাকেন, যাহারা দাঁড়াইয়া বা বসিয়া আল্লাহর স্মরণ করিতে আছে। অতঃপর যখন বন্দাদের ঈদের দিন হয়, তখন আল্লাহ্ তা'আলা তাহাদের ব্যাপারে আপন ফিরিশতাদের নিকট ফখর করেন এবং জিজ্ঞাসা করেন যে, হে আমার ফিরিশতাগণ ! বল দেখি, সে শ্রমিকের প্রতিদান কি হইতে পারে, যে আপন কার্য সম্পন্ন করিয়াছে ? তাহারা উত্তর করেন, হে আমাদের পরওয়ারদেগার! তাহার পারিশ্রমিক পূর্ণরূপে দেওয়াই হইতেছে তাহার প্রতিদান। তখন আল্লাহ্ বলেন, হে আমার ফেরেস্তাগণ! আমার বন্দা ও বান্দীগণ তাহাদের প্রতি আমার অর্পিত দায়িত্ব পালন করিয়াছে। অতঃপর আজ আমার নিকট দো'আর রব করিতে করিতে ঈদগাহে বাহির হইয়াছে। আমার ইজ্জত সম্মানের কসম, জানিয়া রাখ, আমি তাহাদের দোআ নিশ্চয়ই কবুল করিব। অতঃপর বলেন, যাও (আমার বন্দাগণ!) আমি নিশ্চয়ই তোমাদিগকে ক্ষমা করিয়া দিলাম এবং তোমাদের গোনাহ্সমূহকে নেকীতে পরিবর্তিত করিলাম। হুযুর বলেন, অতঃপর তাহারা বাড়ী ফিরে ক্ষমা প্রাপ্ত হইয়া । —বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا كَانَ لَيْلَةُ الْقَدْرِ نزل جِبْرِيل عَلَيْهِ السَّلَام فِي كُبْكُبَةٍ مِنَ الْمَلَائِكَةِ يُصَلُّونَ عَلَى كُلِّ عَبْدٍ قَائِمٍ أَوْ قَاعِدٍ يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ فَإِذَا كَانَ يَوْمُ عِيدِهِمْ يَعْنِي يَوْمَ فِطْرِهِمْ بَاهَى بِهِمْ مَلَائِكَتَهُ فَقَالَ: يَا مَلَائِكَتِي مَا جَزَاءُ أَجِيرٍ وَفَّى عَمَلَهُ؟ قَالُوا: رَبَّنَا جَزَاؤُهُ أَنْ يُوَفَّى أَجْرَهُ. قَالَ: مَلَائِكَتِي عَبِيدِي وَإِمَائِي قَضَوْا فَرِيضَتِي عَلَيْهِمْ ثُمَّ خَرَجُوا يَعُجُّونَ إِلَى الدُّعَاءِ وَعِزَّتِي وَجَلَالِي وَكَرَمِي وَعُلُوِّي وَارْتِفَاعِ مَكَاني لأجيبنهم. فَيَقُول: ارْجعُوا فقد غَفَرْتُ لَكُمْ وَبَدَّلْتُ سَيِّئَاتِكُمْ حَسَنَاتٍ. قَالَ: فَيَرْجِعُونَ مَغْفُورًا لَهُمْ . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ

তাহকীক:
তাহকীক চলমান