ফয়জুল কালাম

মসজিদের ফজিলত -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং:৩৫০৯
আন্তর্জাতিক নং: ৩৫০৯
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৫০৯. ইবরহীম ইবনে ইয়াকুব (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে পথ অতিক্রম করবে তখন তাতে বিচরণ করে নিও। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! জান্নাতের বাগান কি? তিনি বললেনঃ মসজিদসমূহ। আমি বললামঃ এতে বিচরণ করার মানে কি ইয়া রাসূল্লাহ! তিনি বললেনঃ সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।



(আবু ঈসা বলেন) হাদীসটি গরীব।
باب
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، أَنَّ حُمَيْدًا الْمَكِّيَّ، مَوْلَى ابْنِ عَلْقَمَةَ حَدَّثَهُ أَنَّ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَمَا رِيَاضُ الْجَنَّةِ قَالَ " الْمَسَاجِدُ " . قُلْتُ وَمَا الرَّتْعُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৭৪১
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৭৪১। হযরত আবু উমামাহ বাহেলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, জনৈক ইয়াহুদী পণ্ডিত রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল যে, যমিনের মধ্যে উত্তম স্থান কোনটি? রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন যে, তুমি নীরব থাক, জিবরাঈলের আগমন পর্যন্ত। এই বলে তিনি নিজেও নীরবে থাকলেন ঐ আলিমও নীরব থাকল। অতঃপর জিবরাঈল আগমন করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন বিষয়টি তাঁর নিকট জিজ্ঞেস করলেন। জিবরাঈল বললেন, প্রশ্নকারী অপেক্ষা প্রশ্নকৃত ব্যক্তি অধিক জ্ঞাত নয়; কিন্তু আমি আমার প্রতিপালককে জিজ্ঞেস করব। অতঃপর জিবরাঈল বললেন, হে মুহাম্মাদ (ﷺ)! আমি আল্লাহর এত নিকটবর্তী হয়েছিলাম, যতটা এর পূর্বে কখনও হইনি। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, কিভাবে এবং কত নিকটে গিয়েছিলেন? জিবরাঈল বললেন, আমার মধ্যে এবং তাঁর মধ্যে মাত্র সত্তর হাজার নূরের পর্দা বাকী ছিল। তখন আল্লাহ্ পাক বলে দিলেন, যমিনের নিকৃষ্টতম স্থান হলো বাজারসমূহ এবং উৎকৃষ্টতম স্থান হলো মসজিদসমূহ। -ইবনে মাজাহ
وَعَن أبي أُمَامَة قَالَ: إِنَّ حَبْرًا مِنَ الْيَهُودِ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْبِقَاعِ خَيْرٌ؟ فَسَكَتَ عَنْهُ وَقَالَ: «أَسْكُتُ حَتَّى يَجِيءَ جِبْرِيلُ» فَسَكَتَ وَجَاءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَسَأَلَ فَقَالَ: مَا المسؤول عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ وَلَكِنْ أَسْأَلُ رَبِّيَ تَبَارَكَ وَتَعَالَى. ثُمَّ قَالَ جِبْرِيلُ: يَا مُحَمَّدُ إِنِّي دَنَوْتُ مِنَ اللَّهِ دُنُوًّا مَا دَنَوْتُ مِنْهُ قطّ. قَالَ: وَكَيف كَانَ ياجبريل؟ قَالَ: كَانَ بَيْنِي وَبَيْنَهُ سَبْعُونَ أَلْفَ حِجَابٍ مِنْ نُورٍ. فَقَالَ: شَرُّ الْبِقَاعِ أَسْوَاقُهَا وَخَيْرُ الْبِقَاع مساجدها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

সহীহ মুসলিম

হাদীস নং:১৪০২
আন্তর্জাতিক নং: ৬৭১
৪৭. ফজরের নামাযের পর বসে থাকার ফযীলত এবং মসজিদের মর্যাদা
১৪০২। হারুন ইবনে মারুফ (রাহঃ) এবং ইসহাক ইবনে মুসা আল আনসারী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলার জন্য নিকট সবচাইতে পছন্দনীয় স্থান হলো মসজিদ এবং সবচাইতে অপছন্দনীয় স্থান বাজার।
وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَإِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، قَالاَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، - حَدَّثَنِي ابْنُ أَبِي ذُبَابٍ، فِي رِوَايَةِ هَارُونَ - وَفِي حَدِيثِ الأَنْصَارِيِّ حَدَّثَنِي الْحَارِثُ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ مَوْلَى أَبِي هُرَيْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَحَبُّ الْبِلاَدِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا وَأَبْغَضُ الْبِلاَدِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান