ফয়জুল কালাম
রাসুল ﷺ এর নামাজ -এর বিষয়সমূহ
১ টি হাদীস
শামাঈলে তিরমিযী
হাদীস নং:২৬২
রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬২। আবু 'আম্মার আল-হুসায়ন ইবনে হুরায়ছ (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতেন। এতে তাঁর কদম মুবারক ফুলে যেত। তাঁকে বলা হল, আপনি এরূপ (কষ্ট সহ্য) করছেন অথচ আল্লাহ্ তা'আলা আপনার পূর্বাপর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন। তিনি বললেন : আমি কি শোকর গুযার বান্দা হব না?
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ : حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حَتَّى تَرِمَ قَدَمَاهُ قَالَ : فَقِيلَ لَهُ : أَتَفْعَلُ هَذَا وَقَدْ جَاءَكَ أَنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ؟ قَالَ : أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا.