ফয়জুল কালাম
নবিজির হাঁটা-চলা -এর বিষয়সমূহ
২ টি হাদীস
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ১২৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর হ্যাঁটা চলার বিবরণ
১২৫।সুফয়ান ইবন ওয়াকী’ (রাহঃ)... ’আলী ইবন আবু তালিব (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ্ ﷺ যখন পথ চলতেন তখন সম্মুখের দিকে এমনভাবে ঝুঁকে হ্যাঁটতেন, মনে হতো তিনি যেন কোন উঁচু স্থান থেকে নীচে অবতরণ করছেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنِ الْمَسْعُودِيِّ ، عَنْ عُثْمَانَ بْنِ مُسْلِمِ بْنِ هُرْمُزَ ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَشَى تَكَفَّأَ تَكَفُّؤًا كَأَنَّمَا يَنْحَطُّ مِنْ صَبَبٍ.
তাহকীক:
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ১২৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর হ্যাঁটা চলার বিবরণ
১২৪।আলী ইবন হুজুর (রাহঃ) এবং আরও একাধিক রাবী... ’আলী ইবন আবু তালিব (রাযিঃ)-এর বংশধর ইবরাহীম ইবন মুহাম্মাদ (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আলী ইবন আবু তালিব (রাযিঃ) যখন নবী এর চরিত্র বৈশিষ্ট্য বর্ণনা করতেন তখন বলতেনঃ তিনি যখন পথ চলতেন তখন পা তুলে এমনভাবে চলতেন যে, মনে হতো তিনি যেন উঁচু স্থান থেকে নীচে অবতরণ করছেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا : حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ مَوْلَى غُفْرَةَ قَالَ : أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ ، مِنْ وَلَدِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ : كَانَ عَلِيٌّ إِذَا وَصَفَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : كَانَ إِذَا مَشَى تَقَلَّعَ كَأَنَّمَا يَنْحَطُّ مِنْ صَبَبٍ.
তাহকীক: