ফয়জুল কালাম

পাত্রের অবশিষ্টাংশ খেতে পছন্দ করা -এর বিষয়সমূহ

টি হাদীস

শামাঈলে তিরমিযী

হাদীস নং:১৮৪
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৮৪।'আব্দুল্লাহ ইবন 'আব্দুর রহমান (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) 'ছুফল' পসন্দ করতেন। আব্দুল্লাহ (ইনি হলেন ইমাম তিরমিযী (রাহঃ)-এর শায়খ) বলেন, 'ছুফল' হচ্ছে সেই জিনিস, লোকেরা খাদ্য গ্রহণের পর যা (খাদ্য) হ্যাঁড়ি-পাতিলের তলায় থাকে।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ عَبَّادِ بْنِ الْعَوَّامِ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ الثُّفْلُ قَالَ عَبْدُ اللَّهِ : يَعْنِي مَا بَقِيَ مِنَ الطَّعَامِ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান