ফয়জুল কালাম
নবিজির পানাহার পদ্ধতি -এর বিষয়সমূহ
১ টি হাদীস
শামাঈলে তিরমিযী
হাদীস নং:২১০
রাসূলুল্লাহ্ -এর পান করার পদ্ধতি
২১০।কুতায়বা ইবন সাঈদ ও ইউসুফ ইবন হাম্মাদ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ (নিশ্চয়ই) নবী (ﷺ) যখন পান করতেন তখন তিনবার শ্বাস নিতেন এবং বলতেন : তা অধিক স্বাস্থ্যকর ও অধিকতর তৃপ্তিদানে সহায়ক।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، وَيُوسُفُ بْنُ حَمَّادٍ ، قَالاَ : حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ، عَنْ أَبِي عصَامَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا إِذَا شَرِبَ ، وَيَقُولُ : هُوَ أَمْرَأُ وَأَرْوَى.