ফয়জুল কালাম

নবিজির পোশাক-পরিচ্ছদ -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং: ১৭৬৮
আন্তর্জাতিক নং: ১৭৬৮
পোশাক-পরিচ্ছদের বিধান
জুব্বা এবং চামড়ার মোজা পরিধান প্রসঙ্গে।
১৭৭৪। ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ......... মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রুমী জুব্বা পরেছেন। এর হাত দুটো ছিল সংকীর্ণ। সহীহ আবু দাউদ ১৩৯-১৪০, নাসাঈ ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي لُبْسِ الْجُبَّةِ وَالْخُفَّيْنِ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَبِسَ جُبَّةً رُومِيَّةً ضَيِّقَةَ الْكُمَّيْنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

জামে' তিরমিযী

হাদীস নং: ১৭৬৪
আন্তর্জাতিক নং: ১৭৬৪
পোশাক-পরিচ্ছদের বিধান
কামিস।
১৭৭০। আলী ইবনে হুজর (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সর্বাধিক প্রিয় পোশাক ছিল কামীস।
أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْقُمُصِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْقَمِيصُ .

শামাঈলে তিরমিযী

হাদীস নং: ৫৭
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৫৭। আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন হাজ্জাজ (রাহঃ)... আসমা বিনত ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর কামীসের (জামার) আস্তিন হাতের কবজি পর্যন্ত প্রলম্বিত ছিল।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَجَّاجِ قَالَ : حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ بُدَيْلٍ يَعْنِي ابْنَ مَيْسَرَةَ الْعُقَيْلِيَّ ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ قَالَتْ : كَانَ كُمُّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الرُّسْغِ.