ফয়জুল কালাম

কুরআন ভুলে যাওয়া -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৪৬৬৭
আন্তর্জাতিক নং: ৫০৩৩
২৬৩২. কুরআন শরীফ বারবার তিলাওয়াত করা ও স্মরণ রাখা
৪৬৬৭। মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা কুরআনের প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহর কসম! যার হাতে আমার জীবন! কুরআন বন্ধনমুক্ত উটের চেয়ে দ্রুত বেগে দৌড়ে যায়।
باب اسْتِذْكَارِ الْقُرْآنِ وَتَعَاهُدِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنَ الإِبِلِ فِي عُقُلِهَا ".
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

সুনানে আবু দাউদ

হাদীস নং:১৪৭৪
আন্তর্জাতিক নং: ১৪৭৪
৩৬২. কুরআন হিফজের পর তা ভুলে গেলে, তার কঠোর পরিণতি সম্পর্কে।
১৪৭৪. মুহাম্মাদ ইবনুল আলা (রাহঃ) ..... সাদ ইবনে উবাদা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি কুরআন পাঠের পর তা ভুলে যায়, সে কেয়ামতের দিন আল্লাহর দরবারে কুষ্ঠ রোগাক্রান্ত অবস্থায় আসবে। (কুষ্ঠ রোগের কারণে তার অঙ্গ-প্রত্যঙ্গ যেন খসে খসে পড়ছে)
باب التَّشْدِيدِ فِيمَنْ حَفِظَ الْقُرْآنَ ثُمَّ نَسِيَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عِيسَى بْنِ فَائِدٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنِ امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ يَنْسَاهُ إِلاَّ لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ " .

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২২১০
১. তৃতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২১০। হযরত উবায়দা মুলাইকী (রাঃ) বলেন, আর তিনি ছিলেন হুযুরের সহচর— রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হে কোরআনধারীগণ! তোমরা কোরআনকে বালিশ বানাইবে না; বরং তেলাওয়াত করার মত উহা তেলাওয়াত করিবে—রাত ও দিনে এবং উহাকে প্রকাশ করিবে ও সুর করিয়া পড়িবে; অধিকন্তু উহাতে যাহা আছে সেইসব (বিষয়বস্তু) সম্পর্কে চিন্তা-গবেষণা করিবে, যাহাতে তোমরা সফলকাম হইতে পার এবং শীঘ্র শীঘ্র (দুনিয়ায়) ইহার প্রতিফল পাওয়ার জন্য ব্যস্ত হইবে না। কেননা, (আখেরাতে) উহার (উত্তম) প্রতিফল রহিয়াছে। – বায়হাকী শো'আবুল ঈমানে
وَعَنْ عُبَيْدَةَ الْمُلَيْكِيِّ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَهْلَ الْقُرْآنِ لَا تَتَوَسَّدُوا الْقُرْآنَ وَاتْلُوهُ حَقَّ تِلَاوَتِهِ مِنْ آنَاءِ اللَّيْلِ وَالنَّهَارِ وَأَفْشُوهُ وَتَغَنُّوهُ وَتَدَبَّرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَلَا تَعْجَلُوا ثَوَابَهُ فَإِنَّ لَهُ ثَوَابًا» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা