ফয়জুল কালাম
নবিজির তিলাওয়াতের ধরন -এর বিষয়সমূহ
১ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং:২৯২৩
আন্তর্জাতিক নং: ২৯২৩
নবী (ﷺ) এর কিরা’আত কেমন ছিল?
২৯২৩. কুতায়বা (রাহঃ) .... ইয়া’লা ইবনে মামলাক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) এর সহধর্মিনী উম্মে সালামা (রাযিঃ)-কে নবী (ﷺ) এর (রাতের) নামায ও কিরাআত সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বললেনঃ তাঁর নামায জেনে তোমরা কি করবে? তিনি নামায আদায় করতেন পরে যতক্ষণ নামাযে থাকতেন সেই পরিমাণ সময় ঘুমাতেন। এরপর ঘুমে থাকা সময় পরিমাণ নামায আদায় করতেন। এরপর পুনরায় যে পরিমাণ সময় নামাযে ব্যয় করতেন সেই পরিমাণ সময়ই তিনি ঘুমাতেন, যতক্ষণ না সকাল হতো। তারপর উম্মে সালামা (রাযিঃ) তাঁর কিরাআতের বিবরণ দিলেন এবং বললেন যে, তাঁর কিরা’আত ছিল পরিষ্কার, এক এক অক্ষর সুস্পষ্ট। আবু দাউদ
হাদীসটি হাসান-সহীহ-গারীব। লায়ছ ইবনে সা’দ-ইবনে আবু মুলায়কা-ইয়া’লা ইবনে মামলাক উম্মে সালামা (রাযিঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইবনে জুরায়জ (রাহঃ) এই হাদীসটিকে ইবনে আবু মুলায়কা-উম্মে সালামা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) তাঁর কিরাআত পাঠ করতেন বিচ্ছিন্ন (প্রত্যেক হরফ আলাদা আলাদা) করে।
লায়ছ (রাহঃ) এর রিওয়ায়াতটি অধিক সহীহ।
بَابُ مَا جَاءَ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ قِرَاءَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَصَلاَتِهِ فَقَالَتْ مَا لَكُمْ وَصَلاَتَهُ كَانَ يُصَلِّي ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى ثُمَّ يُصَلِّي قَدْرَ مَا نَامَ ثُمَّ يَنَامُ قَدْرَ مَا صَلَّى حَتَّى يُصْبِحَ ثُمَّ نَعَتَتْ قِرَاءَتَهُ فَإِذَا هِيَ تَنْعَتُ قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ لَيْثِ بْنِ سَعْدٍ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ عَنْ أُمِّ سَلَمَةَ . وَقَدْ رَوَى ابْنُ جُرَيْجٍ هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُقَطِّعُ قِرَاءَتَهُ . وَحَدِيثُ لَيْثٍ أَصَحُّ .

তাহকীক:
তাহকীক চলমান