ফয়জুল কালাম
কুরআন বাহকের সম্মান -এর বিষয়সমূহ
১ টি হাদীস
রিয়াযুস সালিহীন
হাদীস নং:৩৫৪
উলামায়ে কিরাম, প্রবীণ ব্যক্তিবর্গ ও সম্মানীত ব্যক্তিবর্গের প্রতি সম্মান প্রদর্শন, অন্যদের উপর তাদের অগ্রাধিকার প্রদান, তাদেরকে উচ্চস্থানে বসানো ও তাদের মরতবা প্রকাশ করা
বিশেষ তিন ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব
হাদীছ নং : ৩৫৪
হযরত আবূ মূসা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্ল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কুরআনের যে বাহক তাতে বাড়াবাড়ি করে না এবং তার প্রতি অবহেলাও প্রদর্শন করে না তাকে সম্মান করা এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, আল্লাহ তা'আলাকে সম্মান করার অন্তর্ভুক্ত -আবূ দাউদ। ২০৩
44 - باب توقير العلماء والكبار وأهل الفضل وتقديمهم عَلَى غيرهم ورفع مجالسهم وإظهار مرتبتهم
354 - وعن أَبي موسى - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «إنَّ مِنْ إجْلالِ اللهِ تَعَالَى: إكْرَامَ ذِي الشَّيْبَةِ (1) المُسْلِمِ، وَحَامِلِ القُرآنِ غَيْرِ الغَالِي (2) فِيهِ، وَالجَافِي عَنْهُ، وَإكْرَامَ ذِي السُّلْطَانِ المُقْسِط (3)» حديث حسن رواه أَبُو داود. (4)