ফয়জুল কালাম
তালিবের ইলমের প্রতি সদুপদেশ -এর বিষয়সমূহ
১ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং:২৬৫০
আন্তর্জাতিক নং: ২৬৫০
ইলম অন্বেষণকারী সম্পর্কে বিশেষ ওসিয়াত চাওয়া।
২৬৫১. সুফিয়ান ইবনে যায়দ (রাহঃ) ..... আবু হারূন (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমরা আবু সাঈদ (রাযিঃ)-এর কাছে (ইলম অর্জন করতে) আসতাম। তখন তিনি বলতেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এর ওসীদেরকে মারহাবা, শুভেচ্ছা ও স্বাগত। নবী (ﷺ) বলেছেনঃ লোকেরা তোমাদের অনুসারী হবে। পৃথিবীর দূর প্রান্ত থেকে লোকেরা তোমাদের কাছে দ্বীনের জ্ঞান লাভ করার জন্য আসবে। তারা যখন তোমাদের কাছে আসবে তখন কল্যাণ সাধনে সচেষ্ট থাকার জন্য তোমরা (আমার) ওসীয়্যাত গ্রহণ কর। - ইবনে মাজাহ
আলী ইবনে আব্দুল্লাহ্ বলেন, ইয়াহয়া ইবনে সাঈদ বলেছেনঃ শু’বা (রাহঃ) আবু হারূন আব্দী (রাহঃ)-কে যঈফ বলতেন। কিন্তু ইবনে আওন (রাহঃ) মৃত্যু পর্যন্ত আবু হারূন আব্দী (রাহঃ) থেকে হাদীস রিওয়ায়াত করেছেন। আবু হারূন (রাহঃ) এর নাম হল উমরা ইবনে জুওয়ায়ন।
باب مَا جَاءَ فِي الاِسْتِيصَاءِ بِمَنْ يَطْلُبُ الْعِلْمَ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا نَأْتِي أَبَا سَعِيدٍ فَيَقُولُ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّ رِجَالاً يَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرَضِينَ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا أَتَوْكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا " . قَالَ أَبُو عِيسَى قَالَ عَلِيٌّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ كَانَ شُعْبَةُ يُضَعِّفُ أَبَا هَارُونَ الْعَبْدِيَّ . قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ مَا زَالَ ابْنُ عَوْنٍ يَرْوِي عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ حَتَّى مَاتَ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو هَارُونَ اسْمُهُ عُمَارَةُ بْنُ جُوَيْنٍ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: