ফয়জুল কালাম
অন্তরে ফিতনার আগমন -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৫৩৮০
প্রথম অনুচ্ছেদ
৫৩৮০। হযরত হোযাইফা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলিতে শুনিয়াছি, মানুষের অন্তরে ফিতনাসমূহ এমনভাবে প্রবেশ করে, যেমন—আঁশ একটির পর আরেকটি বিছান হইয়া থাকে। এবং যেই অন্তরের রন্ধ্রে রন্ধ্রে তাহা প্রবেশ করে উহাতে একটি কাল দাগ পড়ে। আর যে অন্তর উহাকে স্থান দেয় না উহাতে একটি সাদা দাগ পড়ে। ফলে মানুষের অন্তরসমূহ পৃথক পৃথক দুই ভাগে বিভক্ত হইয়া যায়। এক প্রকার অস্তর হয় মর্মর পাথরের ন্যায় শ্বেত, যাহাকে আসমান ও যমীন বহাল থাকা পর্যন্ত (অর্থাৎ, কিয়ামত পর্যন্ত) কোন ফিতনাই ক্ষতিগ্রস্ত করিতে পারিবে না। পক্ষান্তরে দ্বিতীয় প্রকার অন্তর হয় কয়লার মত কৃষ্ণ। যেমন—উপুড় হওয়া পাত্রের ন্যায়, যাহাতে কিছুই ধারণ করার ক্ষমতা থাকে না। উহা ভালকে ভাল জানার এবং মন্দকে মন্দ জানার ক্ষমতা রাখে না, ফলে কেবলমাত্র উহাই গ্রহণ করে যাহা তাহার প্রবৃত্তির চাহিদা হয়। —মুসলিম
وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: تُعْرَضُ الْفِتَنُ عَلَى الْقُلُوبِ كَالْحَصِيرِ عُودًا عُودًا فَأَيُّ قَلْبٍ أُشْرِبَهَا نَكَتَتْ فِيهِ نُكْتَةً سَوْدَاءَ وَأَيُّ قَلْبٍ أَنْكَرَهَا نُكِتَتْ فيهِ نُكْتَةٌ بَيْضَاءُ حَتَّى يَصِيرَ عَلَى قَلْبَيْنِ: أَبْيَضُ بِمثل الصَّفَا فَلَا تَضُرُّهُ فِتْنَةٌ مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَالْآخَرُ أَسْوَدُ مِرْبَادًّا كَالْكُوزِ مُجْخِيًّا لَا يَعْرِفُ مَعْرُوفًا وَلَا يُنْكِرُ مُنْكَرًا إِلَّا مَا أشْرب من هَوَاهُ رَوَاهُ مُسلم

তাহকীক:
তাহকীক চলমান
