ফয়জুল কালাম
সুন্নত পরিত্যাগকারীর নিন্দা -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১০৯
- ঈমানের অধ্যায়
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১০৯। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, ছয় ব্যক্তির উপর আমি অভিসম্পাত করি এবং আল্লাহর তাদের উপর অভিসম্পাত করেন। আর প্রত্যেক নবীর দোয়াই আল্লাহ কবুল করেন। (১) ব্যক্তি আল্লাহর কিতাবে কোন কিছু সংযোগ করে। (২) যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত তাকদীরে অবিশ্বাস করে। (৩) যে ব্যক্তি জোর জবরদস্তি (এই উদ্দেশ্যে) ক্ষমতা দখল করে যে, যেন সে সম্মানী ব্যক্তিকে অপমান করতে পারে এবং অপমানী ব্যক্তিকে সম্মান দান করতে পারে। (৪) যে ব্যক্তি আল্লাহর হেরমে তথা মক্কায় এমন কাজ করে, যা তথায় করা আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন ! (৫) আমার বংশের যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কোন কাজকে বৈধ করে এবং (৬) যে ব্যক্তি আমার সুন্নত পরিত্যাগ করে। (বায়হাকী, রাযীন)
كتاب الإيمان
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: `` سِتَّةٌ لَعَنْتُهُمْ وَلَعَنَهُمُ اللَّهُ وَكُلُّ نَبِيٍّ يُجَابُ: الزَّائِدُ فِي كِتَابِ اللَّهِ وَالْمُكَذِّبُ بِقَدَرِ اللَّهِ وَالْمُتَسَلِّطُ بِالْجَبَرُوتِ لِيُعِزَّ مَنْ أَذَلَّهُ اللَّهُ وَيُذِلَّ مَنْ أَعَزَّهُ اللَّهُ وَالْمُسْتَحِلُّ لِحَرَمِ اللَّهِ وَالْمُسْتَحِلُّ مِنْ عِتْرَتِي مَا حَرَّمَ اللَّهُ وَالتَّارِكُ لِسُنَّتِي ``. رَوَاهُ الْبَيْهَقِيّ فِي الْمدْخل ورزين فِي كِتَابه
তাহকীক: