আনওয়ারুল হাদীস

ওয়ারিসকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা জঘন্য গুনাহ্ -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩০৭৮
২০. তৃতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭৮। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি (অতিরিক্ত ওছিয়ত দ্বারা) ওয়ারিসদের মীরাসের অংশ কাটিয়াছে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাহার জান্নাতের মীরাসের অংশ কাটিবেন। —ইবনে মাজাহ্।
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَطَعَ مِيرَاثَ وَارِثِهِ قَطَعَ اللَّهُ مِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান