আনওয়ারুল হাদীস

দুনিয়ার বেলায় নিজের চেয়ে নিম্নস্তরের লোকদেরকে দেখবে -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৫২৫৯
তৃতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৫৯। হযরত আবু যার (রাঃ) বলেন, আমার অন্তরং্গ বন্ধু (ﷺ) আমাকে সাতটি কাজের নির্দেশ দিয়াছেন। (১) তিনি আমাকে নির্দেশ দিয়াছেন, গরিব-মিসকীনদের ভালবাসার এবং তাহাদের নৈকট্য লাভের। (২) আরও নির্দেশ দিয়াছেন, আমি যেন ঐ ব্যক্তির দিকে তাকাই, যে আমার চাইতে নিম্নস্তরের এবং ঐ ব্যক্তির দিকে যেন না তাকাই, যে আমার চাইতে উচ্চ পর্যায়ের। (৩) তিনি আরও নির্দেশ দিয়াছেন, আমি যেন আত্মীয়-স্বজনের সহিত সদাচরণ করি, যদিও তাহারা উহাকে ছিন্ন করে। (৪) তিনি আরও নির্দেশ দিয়াছেন, আমি যেন কাহারও নিকট কোন জিনিসের সওয়াল না করি। (৫) তিনি আরও নির্দেশ করিয়াছেন, আমি যেন ন্যায় ও সত্য কথা বলি, যদিও তাহা তিক্ত হয়। (৬) তিনি আরও নির্দেশ দিয়াছেন, আমি যেন আল্লাহর (দ্বীনের) ব্যাপারে কোন নিন্দুকের নিন্দাকে ভয় না করি। (৭) এবং তিনি আমাকে এই নির্দেশও দিয়াছেন আমি যেন অধিকাংশ সময় পড়ি। কেননা, এই কথাগুলি আরশের নীচের কোষাগার হইতে আগত। —আহমদ
وَعَن أبي ذرٍّ قَالَ: أَمَرَنِي خَلِيلِي بِسَبْعٍ: أَمَرَنِي بِحُبِّ الْمَسَاكِينِ وَالدُّنُوِّ مِنْهُمْ وَأَمَرَنِي أَنْ أَنْظُرَ إِلَى مَنْ هُوَ دُونِي وَلَا أَنْظُرَ إِلَى مَنْ هُوَ فَوَقِي وَأَمَرَنِي أَنْ أَصِلَ الرَّحِمَ وَإِنْ أَدْبَرَتْ وَأَمَرَنِي أَنْ لَا أَسْأَلَ أَحَدًا شَيْئًا] وَأَمَرَنِي أَنْ أَقُولَ بِالْحَقِّ وَإِنْ كَانَ مُرًّا وَأَمَرَنِي أنْ لَا أخافَ فِي اللَّهِ لومة لَا ئم وَأَمَرَنِي أَنْ أَكْثِرْ مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ فَإِنَّهُنَّ مِنْ كَنْزٍ تَحت الْعَرْش. رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান