আনওয়ারুল হাদীস

অল্প রিযিকে তুষ্ট থাকলে আল্লাহ তাআলা ও অল্প আমলে খুশী থাকবেন -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৫২৬৩
তৃতীয় অনুচ্ছেদ - গরীবদের ফযীলত ও নবী (সা.) -এর জীবন-যাপন
৫২৬৩। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি অল্প রিকে পরিতৃপ্ত ও আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ্ তাহার অল্প আমলে সন্তুষ্ট হন।
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَضِيَ مِنَ اللَّهِ بِالْيَسِيرِ مِنَ الرِّزْقِ رَضِيَ الله مِنْهُ بِالْقَلِيلِ من الْعَمَل»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান