আনওয়ারুল হাদীস

দুনিয়া বিমুখ ব্যক্তির সাহচর্য অবলম্বনের নির্দেশ -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৫২২৯
আন্তর্জাতিক নং: ৫২৩০
তৃতীয় অনুচ্ছেদ
৫২২৯-৫২৩০। হযরত আবু হুরায়রা (রাঃ) ও আবু খাল্লাদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমরা কোন বান্দাকে দেখিবে যে, তাহাকে দুনিয়ার প্রতি অনীহা ও স্বপ্নালাপী (এই দুইটি গুণ) দান করা হইয়াছে, তাহার নৈকট্য লাভ কর। কেননা, তাহাকে সূক্ষ্ম জ্ঞান দেওয়া হইয়াছে। —উপরের হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে রেওয়ায়ত করিয়াছেন।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي خَلَّادٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الْعَبْدَ يُعْطِي زُهْدًا فِي الدُّنْيَا وَقِلَّةَ مَنْطِقٍ فَاقْتَرِبُوا مِنْهُ فَإِنَّهُ يلقى الْحِكْمَة» . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৫২২৯
আন্তর্জাতিক নং: ৫২৩০
তৃতীয় অনুচ্ছেদ
৫২২৯-৫২৩০। হযরত আবু হুরায়রা (রাঃ) ও আবু খাল্লাদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমরা কোন বান্দাকে দেখিবে যে, তাহাকে দুনিয়ার প্রতি অনীহা ও স্বপ্নালাপী (এই দুইটি গুণ) দান করা হইয়াছে, তাহার নৈকট্য লাভ কর। কেননা, তাহাকে সূক্ষ্ম জ্ঞান দেওয়া হইয়াছে। —উপরের হাদীস দুইটি বায়হাকী শোআবুল ঈমানে রেওয়ায়ত করিয়াছেন।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي خَلَّادٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الْعَبْدَ يُعْطِي زُهْدًا فِي الدُّنْيَا وَقِلَّةَ مَنْطِقٍ فَاقْتَرِبُوا مِنْهُ فَإِنَّهُ يلقى الْحِكْمَة» . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান