আনওয়ারুল হাদীস

ভাগ্য গণনাকারীর কাছে যাওয়া নিষেধ -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং:৫৬২৭
৩৪. জ্যোতিষী কর্ম ও জ্যোতিষীর কাছে গমনাগমন হারাম
৫৬২৭। মুহাম্মাদ ইবনে মুসান্না আনাযী (রাহঃ) ......... নবী (ﷺ) এর কোন স্ত্রী সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি আররাফ [১] (গণকের) কাছে গেল এবং তাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করল, চল্লিশ রাত তার কোন নামায কবুল করা হয় না। [১] হারানো জিনিসের সংবাদদাতা।
باب تَحْرِيمِ الْكِهَانَةِ وَإِتْيَانِ الْكُهَّانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ سَعِيدٍ - عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ صَفِيَّةَ، عَنْ بَعْضِ، أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

rabi
বর্ণনাকারী: