আনওয়ারুল হাদীস

গীবতের কাফফারা -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৪৮৭৭
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৭৭। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ গীবতের কাফ্ফারা হইল যাহার গীবত তুমি করিয়াছ তাহার জন্য তুমি মাগফিরাত কামনা করা। এইভাবে বলিবে হে আল্লাহ্! আমাদিগকে এবং তাহাকে ক্ষমা কর। —বায়হাকী, তিনি তাঁহার দাওয়াতুল কবীর গ্রন্থে বলিয়াছেন, হাদীসটির সনদ-সূত্র যঈফ।
وَعَنْ أَنَسٍ

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ كَفَّارَةِ الْغِيبَةِ أَنْ تَسْتَغْفِرَ لِمَنِ اغْتَبْتَهُ تَقُولُ: اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلَهُ «. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي» الدَّعَوَاتِ الْكَبِيرِ وَقَالَ: فِي هَذَا الْإِسْنَاد ضعف
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা