আনওয়ারুল হাদীস
লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত এক ধরনের শিরক -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৫৩৩৪
তৃতীয় অনুচ্ছেদ - লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা
৫৩৩৪। হযরত মাহমুদ ইবনে লবীদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমি তোমাদের জন্য যেই ব্যাপারে সর্বাপেক্ষা বেশী ভয় করিতেছি তাহা হইল ছোট শিরক। লোকেরা জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্। ছোট শিরক কি? তিনি বলিলেনঃ রিয়া। —আহমদ। আর বায়হাকী শোআবুল ঈমানে অতিরিক্ত বর্ণনা করিয়াছেন বান্দাদের আমলের প্রতিদানের দিন আল্লাহ্ তা'আলা ঐ সমস্ত লোকদিগকে বলিবেনঃ যাও তোমরা সেই সমস্ত লোকদের নিকটে; যাহাদিগকে দেখাইয়া দুনিয়াতে আমল করিয়াছিলে এবং দেখ তাহাদের নিকট হইতে কোন প্রতিদান বা কোন কল্যাণ পাও কি না ?
وَعَن مَحْمُود بن لبيد أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ» قالول: يَا رَسُولَ اللَّهِ وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ؟ قَالَ: «الرِّيَاءُ» . رَوَاهُ أَحْمَدُ. وَزَادَ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» : يَقُولُ اللَّهُ لَهُمْ يَوْمَ يُجَازِي الْعِبَادَ بِأَعْمَالِهِمْ: اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاؤُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً وَخَيْرًا؟

তাহকীক:
তাহকীক চলমান
