আনওয়ারুল হাদীস

রাগ সংবরণ করার নির্দেশ -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৫৬৮৬
আন্তর্জাতিক নং: ৬১১৬
৩২৩৮. ক্রোধ থেকে বেঁচে থাকা।
৫৬৮৬। ইয়াহয়া ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট বললঃ আপনি আমাকে অসিয়ত করুন। তিনি বললেনঃ তুমি রাগ করো না। লোকটা কয়েকবার তা বলল, নবী (ﷺ) প্রত্যেকবারই বললেনঃ রাগ করো না।
باب الْحَذَرِ مِنَ الْغَضَبِ
حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ ـ هُوَ ابْنُ عَيَّاشٍ ـ عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَوْصِنِي. قَالَ " لاَ تَغْضَبْ ". فَرَدَّدَ مِرَارًا، قَالَ " لاَ تَغْضَبْ ".