আনওয়ারুল হাদীস
চোগলখোরী একটি জঘন্য অপরাধ -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং:৫৬৩০
আন্তর্জাতিক নং: ৬০৫৬
৩২১২. চোগলখোরী নিন্দনীয় গুনাহ।
৫৬৩০। আবু নুআঈম (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, চোগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না।
باب مَا يُكْرَهُ مِنَ النَّمِيمَةِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قَالَ كُنَّا مَعَ حُذَيْفَةَ فَقِيلَ لَهُ إِنَّ رَجُلاً يَرْفَعُ الْحَدِيثَ إِلَى عُثْمَانَ. فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ ".

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: