আনওয়ারুল হাদীস

সোনা দিয়ে অঙ্গ সংযোজন ও দাঁত বাধানো জায়েয -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে আবু দাউদ

হাদীস নং:৪১৮৪
আন্তর্জাতিক নং: ৪২৩২
৭. সোনা দিয়ে দাঁত বাঁধানো সম্পর্কে।
৪১৮৪. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে তুরফা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কিলাবের যুদ্ধের সময় তার দাদা আরফাজা ইবনে আসআদ (রাযিঃ) এর নাক কাটা যায়। তিনি একটি রূপার নাক তৈরী করে নিলে, তা থেকে দুর্গন্ধ আসতে থাকে। তখন তিনি নবী (ﷺ) এর নির্দেশে একটি সোনার নাক তৈরী করে নেন।
باب مَا جَاءَ فِي رَبْطِ الأَسْنَانِ بِالذَّهَبِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ، أَنَّ جَدَّهُ، عَرْفَجَةَ بْنَ أَسْعَدَ قُطِعَ أَنْفُهُ يَوْمَ الْكُلاَبِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاتَّخَذَ أَنْفًا مِنْ ذَهَبٍ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান