আনওয়ারুল হাদীস

সোনার আংটি পুরুষের জন্য নিষেধ -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং : ৫৪৪৫
আন্তর্জাতিক নং: ৫৮৬৪
৩১০৩. স্বর্ণখচিত গুটি। পরিচ্ছেদঃ ৩১০৪. স্বর্ণের আংটি।
৫৪৪৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। আমর (রাহঃ).......... বশীর (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে।
بَاب الْمُزَرَّرِ بِالذَّهَبِ باب خَوَاتِيمِ الذَّهَبِ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ خَاتَمِ الذَّهَبِ. وَقَالَ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ سَمِعَ النَّضْرَ سَمِعَ بَشِيرًا مِثْلَهُ.