আনওয়ারুল হাদীস
লেবাস পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চাই -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং : ৪৩৫১
দ্বিতীয় অনুচ্ছেদ
৪৩৫১। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বেড়াইতে আসিলেন এবং এক ব্যক্তিকে দেখিলেন, যাহার চুলগুলি ছিল এলোমেলো ও বিক্ষিপ্ত। তখন তিনি বলিলেনঃ এই লোকটি কি এমন কোন জিনিসই পায় না যাহার দ্বারা সে নিজের মাথার চুলগুলি পরিপাটি করিয়া লইতে পারে? আরেক ব্যক্তিকে দেখিলেন, তাহার পরনে ছিল ময়লা জামা। তাহার সম্পর্কে বলিলেন, এই লোকটি কি এমন কিছু পায় না, যাহার দ্বারা সে নিজের কাপড় ধুইয়া লইতে পারে ? —আহমদ ও নাসায়ী
وَعَنْ جَابِرٍ قَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرًا فَرَأَى رَجُلًا شَعِثًا قد تفرق شعرُه فَقَالَ: «مَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ رَأْسَهُ؟» وَرَأى رجلا عَلَيْهِ ثيابٌ وسِخةٌ فَقَالَ: «مَا كَانَ يَجِدُ هَذَا مَا يَغْسِلُ بِهِ ثَوْبَهُ؟» . رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ

তাহকীক:
তাহকীক চলমান
