আনওয়ারুল হাদীস
টাখনুর নীচে ঝুলিয়ে কাপড় পরা নাজায়েয -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং:৫৩৭১
আন্তর্জাতিক নং: ৫৭৮৭
৩০৬৩. টাখনুর নীচে যা থাকবে তা জাহান্নামে যাবে।
৫৩৭১। আদম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ ইযারের (লুঙ্গি) যে পরিমাণ টাখনুর নীচে যাবে, সে পরিমাণ জাহান্নামে যাবে।
باب مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ فَهْوَ فِي النَّارِ
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ ".