আনওয়ারুল হাদীস

সফরে যিনি আমীর হবেন, খেদমতে তিনি অগ্রগামী থাকবেন -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৩৯২৫
২. তৃতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯২৫। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সফরের মধ্যে সেই ব্যক্তিই কাফেলার সর্দার, যে তাহাদের খেদমত করে। সুতরাং যে ব্যক্তি তাহাদের খেদমতে অগ্রগামী থাকিবে, অন্য কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যতীত অন্য কোন আমল দ্বারা তাহার চেয়ে উচ্চ মর্যাদা লাভ করিতে সক্ষম হইবে না। – বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيِّدُ الْقَوْمِ فِي السَّفَرِ خَادِمُهُمْ فَمَنْ سَبَقَهُمْ بِخِدْمَةٍ لَمْ يَسْبِقُوهُ بِعَمَلٍ إِلَّا الشَّهَادَةَ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা