আনওয়ারুল হাদীস
বেশী খাওয়া ভালো নয় -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৪২৩৮
তৃতীয় অনুচ্ছেদ
৪২৩৮। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, এক সময় রাসূলুল্লাহ্ (ﷺ) একটি গোলাম খরিদ করিতে ইচ্ছা করিলেন, তখন তিনি তাহার সম্মুখে কিছু খেজুর ঢালিয়া দিলেন। সে অধিক পরিমাণে খাইয়া ফেলিল। (ইহা দেখিয়া) রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ বেশী খাওয়া অশুভ (অকল্যাণকর)। অতএব, গোলামকে ফেরৎ দিতে নির্দেশ দিলেন। — বায়হাকী শোআবুল ঈমানে
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَادَ أَنْ يَشْتَرِيَ غُلَامًا فَأَلْقَى بَيْنَ يَدَيْهِ تَمْرًا فَأَكَلَ الْغُلَامُ فَأَكْثَرَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ كَثْرَةَ الْأَكْلِ شُؤْمٌ» . وَأَمَرَ بِرَدِّهِ. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان

তাহকীক:
তাহকীক চলমান