আনওয়ারুল হাদীস

খানার দোষ বলতে নেই -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৫০১৫
আন্তর্জাতিক নং: ৫৪০৯
২৮৫৫. নবী করীম (ﷺ) কখনো কোন খাবারের দোষ-ত্রুটি ধরতেন না
৫০১৫। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) কখনো কোন খাবারের দোষ-ক্রটি প্রকাশ করেননি। ভাল লাগলে তিনি তা খেয়েছেন এবং খারাপ লাগলে তা রেখে দিয়েছেন।
باب مَا عَابَ النَّبِيُّ صلى الله عليه وسلم طَعَامًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَا عَابَ النَّبِيُّ صلى الله عليه وسلم طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ.