আনওয়ারুল হাদীস

অট্টহাসি ভালো নয়, মুচকি হাসি উত্তম -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৫৬৬২
আন্তর্জাতিক নং: ৬০৯২
৩২৩০. মুচকি হাসি ও হাসি প্রসঙ্গে।
৫৬৬২। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে এমনভাবে মুখভরে হাসতে দেখিনি যে, তার আলা জিহ্বা দেখা যেত। তিনি তো মুচকি হাসতেন।
باب التَّبَسُّمِ وَالضَّحِكِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ أَبَا النَّضْرِ، حَدَّثَهُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مُسْتَجْمِعًا قَطُّ ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ.