আনওয়ারুল হাদীস

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিদ্রা যেতেন -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৫৮৭৩
আন্তর্জাতিক নং: ৬৩১২
৩৩৫০. ঘুমাবার সময় কী দুআ পড়বে।
৫৮৭৩। কাবীসা (রাহঃ) ......... হুযাইফা ইবনে ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন বিছানায় বিশ্রাম গ্রহণ করতে (শুতে) যেতেন, তখন তিনি এ দুআ পড়তেনঃ হে আল্লাহ! আপনারই নাম নিয়ে মৃত্যুবরণ করি আর আপনার নাম নিয়েই জীবিত হই। আর তিনি যখন জেগে উঠতেন, তখন পড়তেনঃ যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের (নিদ্রা জাতীয়) মৃত্যুদানের পর আবার আমাদের পুনর্জীবিত করেছেন। (অবশেষে) আমাদের তারই নিকটে মিলিত হতে হবে।
باب مَا يَقُولُ إِذَا نَامَ
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ " بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا ". وَإِذَا قَامَ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ".