আনওয়ারুল হাদীস
রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন -এর বিষয়সমূহ
১ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং:৩৬৩৭
আন্তর্জাতিক নং: ৩৬৩৭
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর আকৃতি-প্রকৃতি
৩৬৩৭। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ)...আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (ﷺ) লম্বাও ছিলেন না, বেঁটেও ছিলেন না। তাঁর দুই হাতের তালু ও পায়ের তলা ছিল মাংসল। মাথা ছিল বড়, অস্থিগ্রন্থিগুলো ছিল মোটা। বক্ষদেশ থেকে নাভি পর্যন্ত দীর্ঘ একটি সরু কেশ রেখা ছিল। পথ চলাকালে সম্মুখে ঝুঁকে দ্রুত হ্যাঁটতেন, মনে হত নীচে কোথাও নামছেন। তাঁর মত পূর্বেও কাউকে দেখিনি পরেও কখনও দেখিনি (দরূদ ও সালাম তাঁরই উপর)।
باب ما جاء في صفة النبي صلى الله عليه وسلم
3637 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا المَسْعُودِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ مُسْلِمِ بْنِ هُرْمُزَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: «لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالطَّوِيلِ وَلَا بِالقَصِيرِ شَثْنَ الكَفَّيْنِ وَالقَدَمَيْنِ، ضَخْمَ الرَّأْسِ، ضَخْمَ الكَرَادِيسِ طَوِيلَ المَسْرُبَةِ، إِذَا مَشَى تَكَفَّأَ تَكَفُّؤًا كَأَنَّمَا يَنْحَطُّ مِنْ صَبَبٍ لَمْ أَرَ قَبْلَهُ وَلَا بَعْدَهُ مِثْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ المَسْعُودِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

তাহকীক:
তাহকীক চলমান