আনওয়ারুল হাদীস

মজলিসের মাঝখানে এসে বসা নিষেধ -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং : ২৭৫৩
আন্তর্জাতিক নং: ২৭৫৩
গোলবৈঠকের মাঝখানে বসা নিষিদ্ধ।
২৭৫৩. সুওয়ায়দ (রাহঃ) ..... আবু মিজলায (রাহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি গোল বৈঠকের মাঝখানে গিয়ে বসলে হুযাইফা (রাযিঃ) বললেনঃ এ ব্যক্তি মুহাম্মাদ (ﷺ) এর যবানে অভিশপ্ত। বা (তিনি বলেছিলেন) যে ব্যক্তি গোল বৈঠকের মাঝখানে বসে আল্লাহ্ তাআলা মুহাম্মাদ (ﷺ) এর ভাষায় তাকে লানত করেছেন।
بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ القُعُودِ وَسْطَ الحَلْقَةِ
حَدَّثَنَا سُوَيْدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مِجْلَزٍ، أَنَّ رَجُلاً، قَعَدَ وَسْطَ حَلْقَةٍ فَقَالَ حُذَيْفَةُ مَلْعُونٌ عَلَى لِسَانِ مُحَمَّدٍ أَوْ لَعَنَ اللَّهُ عَلَى لِسَانِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم - مَنْ قَعَدَ وَسْطَ الْحَلْقَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو مِجْلَزٍ اسْمُهُ لاَحِقُ بْنُ حُمَيْدٍ .