আনওয়ারুল হাদীস

কোন মজলিস শুরু হয়ে যাওয়ার পর কেউ আসলে তার জন্য মজলিসের শেষ প্রান্তে বাসে যাওয়াই উচিৎ -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে আবু দাউদ

হাদীস নং:৪৭৫০
আন্তর্জাতিক নং: ৪৮২৫
১৬. গোল হয়ে বসা সস্পর্কে।
৪৭৫০. মুহাম্মাদ ইবনে জা’ফর (রাহঃ) .... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন আমরা নবী করীম (ﷺ)-এর কাছে যেতাম, তখন আমরা যেখানে স্থান পেতাম, সেখানে বসে পড়তাম।
باب فِي التَّحَلُّقِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْوَرْكَانِيُّ، وَهَنَّادٌ، أَنَّ شَرِيكًا، أَخْبَرَهُمْ عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم جَلَسَ أَحَدُنَا حَيْثُ يَنْتَهِي .