আনওয়ারুল হাদীস

কারো গোপন কথা আমানত হিসাবে সংরক্ষণ করবে -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৫৮৫২
আন্তর্জাতিক নং: ৬২৮৯
৩৩৩৬. গোপনীয়তা রক্ষা করা।
৫৮৫২। আব্দুল্লাহ ইবনে সাব্বাহ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার নবী (ﷺ) আমার কাছে একটি বিষয় গোপনে বলেছিলেন। আমি তার পরে কাউকে তা জানাইনি। এটা সম্পর্কে উম্মে সুলায়ম (রাযিঃ) আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি তাঁকেও তা বলিনি।
باب حِفْظِ السِّرِّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، أَسَرَّ إِلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم سِرًّا فَمَا أَخْبَرْتُ بِهِ أَحَدًا بَعْدَهُ، وَلَقَدْ سَأَلَتْنِي أُمُّ سُلَيْمٍ فَمَا أَخْبَرْتُهَا بِهِ.