আনওয়ারুল হাদীস

ছোট শিশুদেরকে সালাম -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং : ৫৮১৩
আন্তর্জাতিক নং: ৬২৪৭
৩৩০৫. শিশুদের সালাম দেয়া।
৫৮১৩। আলী ইবনে জা'দ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার তিনি একদল শিশুর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাদের সালাম করে বললেন যে, নবী (ﷺ)ও তা করতেন।
باب التَّسْلِيمِ عَلَى الصِّبْيَانِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ.