আনওয়ারুল হাদীস
সৃষ্টির সেবা আল্লাহর ভালবাসা লাভের উপায় -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৪৯৯৮
আন্তর্জাতিক নং: ৪৯৯৯
১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৯৮। হযরত আনাস ও আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সমস্ত মাখলুক আল্লাহ্ তা'আলার পরিবার। সুতরাং মাখলুকের মধ্যে আল্লাহ্ তা'আলার কাছে সে-ই সর্বাপেক্ষা প্রিয়, যে আল্লাহর পরিবারের সহিত সদ্ব্যবহার করে। —হাদীস তিনটি বায়হাকী শো আবুল ঈমানে
وَعنهُ وَعَن عبد الله قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْخَلْقُ عِيَالُ اللَّهِ فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللَّهِ مَنْ أَحْسَنَ إِلَى عِيَالِهِ» . رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»

তাহকীক:
তাহকীক চলমান