আনওয়ারুল হাদীস

ইয়াতীমের মাথায় হাত বুলালে নেকী পাবেন? -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৪৯৭৪
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৭৪। হযরত আবু উমামা (বাহেলী [রাঃ]) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোন ইয়াতীমের মাথায় হাত বুলাইবে, যেই সমস্ত চুলের উপর দিয়া তাহার হাত অতিক্রম করিবে উহার প্রতিটির বিনিময়ে তাহার জন্য সওয়াব লিখা হইবে। আর যেই ব্যক্তি তাহার তত্ত্বাবধানে লালিত-পালিত ইয়াতীম বালক-বালিকার সাথে ভাল আচরণ করিবে, আমি ও সেই ব্যক্তি বেহেশতে এই দুইটির মত হইব। ইহা বলিয়া তিনি নিজের অঙ্গুলী দুইটি মিলিত করিলেন। —আহমদ ও তিরমিযী। এবং তিনি বলিয়াছেন এই হাদীসটি গরীব।
أبي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَسَحَ رَأْسَ يَتِيمٍ لَمْ يمسحه إلالله كَانَ لَهُ بِكُلِّ شَعْرَةٍ تَمُرُّ عَلَيْهَا يَدُهُ حَسَنَاتٌ وَمَنْ أَحْسَنَ إِلَى يَتِيمَةٍ أَوْ يَتِيمٍ عِنْدَهُ كُنْتُ أَنَا وَهُوَ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ» وَقرن بِي أُصْبُعَيْهِ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান