আনওয়ারুল হাদীস
ইয়াতীম প্রতিপালনকারী জান্নাতে কি মর্যাদা পাবে? -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং:৪৯২১
আন্তর্জাতিক নং: ৫৩০৪
২৭৯৩. লি‘আন (অভিশাপযুক্ত শপথ)।
৪৯২১। ‘আমর ইবনে যুরারা (রাহঃ) ......... সাহল (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি ও ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতে এরূপ নিকটে থাকব। এই বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল দু’টি দ্বারা ইশারা করলেন এবং এ দু’টির মাঝে সামান্য ফাঁক রাখলেন।
باب اللِّعَانِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا ". وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى، وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا.