আনওয়ারুল হাদীস

পিতা-মাতার জীবদ্দশায় তাদের সাথে ভাল আচরণ না করে থাকলে এর ক্ষতিপূরণ কিভাবে করবেন? -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৪৯৪২
১৪. তৃতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯৪২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন বান্দার পিতা-মাতা উভয়জন কিংবা তাহাদের একজন এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে, সে তাহাদের অবাধ্য ছিল। কিন্তু তাহাদের মৃত্যুর পর সে-ই তাহাদের জন্য সর্বদা দোআ করে এবং তাহাদের জন্য (আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে। অবশেষে আল্লাহ্ তা'আলা তাহাকে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করেন। —বায়হাকী
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَبْدَ لَيَمُوتُ وَالِدَاهُ أَوْ أَحَدُهُمَا وَإِنَّهُ لَهُمَا لَعَاقٌّ فَلَا يَزَالُ يَدْعُو لَهُمَا وَيَسْتَغْفِرُ لَهُمَا حَتَّى يَكْتُبَهُ اللَّهُ بارا»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা