আনওয়ারুল হাদীস
আল্লাহর স্মরণ থেকে উদাসীন অন্তরে শয়তান চেপে বসে -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং : ২২৮১
১. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৮১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শয়তান আদম সন্তানের দিলের উপরে জাকিয়া বসিয়া থাকে, যখন সে আল্লাহর স্মরণ করে সরিয়া যায় আর যখন সে গাফেল হয়, তাহার দিলে ওয়াসওয়াসা ঢালিতে থাকে। — বুখারী তা'লীকরূপে
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّيْطَانُ جَاثِمٌ عَلَى قَلْبِ ابْنِ آدَمَ فَإِذَا ذَكَرَ اللَّهَ خَنَسَ وَإِذا غفَلَ وسوس» . رَوَاهُ البُخَارِيّ تَعْلِيقا

তাহকীক:
তাহকীক চলমান