আনওয়ারুল হাদীস

আল্লাহর যিকিরে রসনাকে সিক্ত রাখা উত্তম আমল -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং : ২২৭০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৭০। হযরত আব্দুল্লাহ্ ইবনে বুসর (রাঃ) বলেন, একদা এক বেদুঈন নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, হুযূর ! সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি কে? হুযূর বলিলেনঃ তাহার পক্ষেই খুশী যাহার হায়াত দীর্ঘ হইয়াছে এবং আমল নেক হইয়াছে (অর্থাৎ, এইরূপ ব্যক্তি)। অতঃপর সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্! কোন্ আমল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ? হুযূর বলিলেন, তুমি দুনিয়া ত্যাগ করিবে, আর তখন তোমার মুখে আল্লাহর যিকির থাকিবে। —আহমদ ও তিরমিযী
وَعَن عبد الله بن يسر قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَيُّ النَّاسِ خَيْرٌ؟ فَقَالَ: «طُوبَى لِمَنْ طَالَ عُمْرُهُ وَحَسُنَ عَمَلُهُ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: ( «ن تُفَارِقَ الدُّنْيَا وَلِسَانُكَ رَطْبٌ مِنْ ذِكْرِ اللَّهِ» رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা