আনওয়ারুল হাদীস

হাফিযে কুরআনের মর্যাদা -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২১৪১
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৪১। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোরআন পড়িয়াছে এবং উহাকে মুখস্থ রাখিয়াছে, অতঃপর উহার হালালকে হালাল এবং হারামকে হারাম জানিয়াছে, তাহাকে আল্লাহ্ বেহেশতে দাখেল করিবেন এবং তাহার পরিবারের এমন দশ ব্যক্তি সম্পর্কে তাহার সুপারিশ কবুল করিবেন, যাহাদের প্রত্যেকের জন্য দোযখ অবধারিত হইয়াছিল। —আহমদ, তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী। কিন্তু তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব এবং উহার রাবী হাফস ইবনে সুলায়মান হাদীস বর্ণনায় সবল নহে; বরং দুর্বল।
اَلْفَصْلُ الثَّانِىْ
وَعَنْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ فَاسْتَظْهَرَهُ فَأَحَلَّ حَلَالَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الْجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلِّهِمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيب وَحَفْص بن سُلَيْمَان الرَّاوِي لَيْسَ هُوَ بِالْقَوِيِّ يَضْعُفُ فِي الْحَدِيثِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান